সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০১৭ ০১:৩৩

ফেসবুক ব্যবসা করে, আমাদের কথা শুনবে কেন?

আইজিপি একেএম শহীদুল হক বলেছেন,  ফেসবুক কর্তৃপক্ষ ব্যবসা করে তারা আমাদের কথা শুনবে কেন? তাদের বলেছিলাম জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর ব্যবহার করা হোক, কিন্তু তারা রাজি হয়নি।

শনিবার বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, দেশে জঙ্গি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণ করা গেছে। জনগণের সহায়তায় আমরা তাদের পেছনে আছি, তাই তারা বড় কোনো সুবিধা করতে পারছে না।

ঢাকায় ২৪ ঘণ্টায় দুটি আত্মঘাতী হামলার ঘটনা সম্পর্কে তিনি বলেন, জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিতে এ ঘটনা ঘটিয়েছে। আর আমরাও তাদের নির্মূলে সচেষ্ট আছি।

দেশে জঙ্গির সংখ্যা কত এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, পুলিশের তালিকায় ৪৫জন ছিল, এর মধ্যে অনেকে মারা গেছে। দেশের বাইরেও অনেকে চলে গেছে। তবে তারা সেখানে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে নাকি পালিয়ে আছে তা নিশ্চিত  হওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, দেশে কোনো আইএস জঙ্গি নেই। তবে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন সীমান্ত পেরিয়ে বিস্ফোরক আসছে।

বগুড়ার পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আইজির সহধর্মিণী নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, মিসেস খুরশিদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার ফারুক আহম্মেদ, নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, জয়পুরহাটের পুলিশ রশিদুল হাসান, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সদর থানার ওসি এমদাদ হোসেন প্রমুখ ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপির সহধর্মিনী বেগম শামসুন্নাহার রহমান। রাতে দেশের খ্যাতনামা শিল্পী এন্ড্রু কিশোর ও কোনাল সঙ্গীত পরিবেশন করেন।
সূত্র : যুগান্তর

আপনার মন্তব্য

আলোচিত