সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭ ১৯:৪১

নাটোরে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও গুলি উদ্ধার

নাটোরের জালালাবাদের একটি আম বাগানের মাটির নিচ থেকে একটি গ্রেনেড ও ২৩ রাউন্ড রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের সরকারপাড়া এলাকার আম বাগান থেকে গ্রেনেড ও রাইফেলের গুলি উদ্ধার করা হয়। নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের আব্দুল মান্নানের আম বাগানে গাছ কাটার কাজ করছিল শ্রমিকরা। এ সময় গাছের গোড়ার কাছের মাটি খুঁড়তে গেলে কোদালের সঙ্গে মাটিতে পুঁতে রাখা একটি টিনের কোটা ওঠে আসে।

পরে কোটাটি তুলার পর খুলে দেখে তার মধ্যে থেকে ২৩ রাউন্ড রাইফেলের গুলি ও একটি গ্রেনেড রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু গাছটি অনেক পুরাতন সেহেতু গ্রেনেড ও গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেনেড ও গুলিগুলো অনেক পুরাতন। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বলতে পারবেন এগুলো কতদিনের পুরাতন এবং সক্রিয় আছে কিনা।

আপনার মন্তব্য

আলোচিত