বেনাপোল প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৭ ১৭:৩৭

বেনাপোল সীমান্তে ৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্তের পুটখালী সড়ক থেকে ৮ পিস স্বর্ণের বারসহ মহাসিন কবীর (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ এপ্রিল)  সকালে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি সদস্যরা তা‌কে আটক ক‌রে। আটক মহাসিন কবীর শার্শার গোগা ইউনিয়নের কালিয়ানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে আমরা জান‌তে পা‌রি বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী বটতলা বিজিবি পোস্ট থেকে মহাসিন কবীর নামে এক যুবককে আটক করেন। পরে তার দেহ তল্লাশি ক‌রে ৮ পিস (১ কেজি ৩৩০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ৫১ লাখ ২০ হাজার টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে এবং পাচারকারী মহাসিনের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত