সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৭ ২১:৩৯

হেফাজতের মামলায় স্থায়ী জামিন পেলেন রফিউর রাব্বী

ধর্ম অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম মহানগর সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমানের দায়েরকৃত মামলায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীকে স্থায়ী জামিন প্রদান করেছেন আদালত।
 
রোববার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির রাব্বীকে এই স্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান মাসুম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রফিউর রাব্বীর স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন।
 
গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী বিসমিল্লাহ'কে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান ১৯ এপ্রিল রাব্বীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
 
আদালত মামলাটি গ্রহণ করেন এবং ৭মে'র মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা সংস্থা ডিবিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের পূর্বেই বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় ডিবি।

আপনার মন্তব্য

আলোচিত