রাঙামাটি প্রতিনিধি

১০ জুন, ২০১৭ ১৭:৪৭

পার্বত্য তিন জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল

পার্বত্য তিন জেলায় রোববার (১১ জুন) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যা ও নিহত ভাড়ার মোটরসাইকেল চালক এবং বাঙালিদের গণগ্রেপ্তারের প্রতিবাদে রোববার (১১ জুন) সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয়া হয়।

শনিবার (১০ জুন) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে দীঘিনালায় বিজিবি-পুলিশের উপর হামলাকারী ইউপিডিএফ ‘সন্ত্রাসী’দের গ্রেফতারের দাবি জানানো হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘নয়ন হত্যাকারীদের গ্রেফতার করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’

একই সাথে লংগদুতে আবার আরেকজন বাঙালির লাশ পাওয়ার ঘটনা দুঃখজনক। সেখানে গণগ্রেপ্তারের কারণে বাঙালিরা এলাকাছাড়া। আমরা গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত