সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৭ ১৫:৫৫

নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী প্রচারণায় তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী প্রচারণায় অংশ নিয়েছেন। জেলার জলঢাকা ও কিশোরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে শুক্র ও শনিবার তিনি এসব প্রচারণা চালান।

এ সময় বিভিন্ন সমাবেশে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারে না। ’

জঙ্গিবাদবিরোধী প্রচারণার ফাঁকে ফাঁকে ব্যারিস্টার তুরিন উপজেলা দুটির গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ‘ইসলামের শিক্ষা নিই, জঙ্গিবাদ রুখে দিই’ কর্মসূচির আওতায় কোরআন-হাদিসের বিভিন্ন আয়াতসংবলিত ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করেন। একই সঙ্গে পাঁচ শতাধিক জাকাতের শাড়ি বিতরণ করেন তিনি।

সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনছার আলী মিন্টু ও শহীদ হোসেন রুবেল, যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত