বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি

০৪ অক্টোবর, ২০১৭ ১৬:১০

বেনাপোলে ইউএস ডলারসহ পাস‌পোর্ট যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট থেকে ২২ হাজার ৫০০ ইউএস ডলারসহ মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে ভারত ফেরত এক মুদ্রাপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ অক্টোবর) সকালে বেনাপোলের সাদিপুর রো‌ডের মোড় থেকে ইউএস ডলারসহ তাকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার পাসপোর্ট নং বিকিউ- ০১৪২৪১৪।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরে জান‌া যায় ভারত থেকে মুদ্রার এক‌টি চালান পাচার হয়ে এ পাড়ে এসেছে। পরে তারা অভিযান চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে একজন যাত্রীকে আটক করে। পরে তার ব্যাগ ও জুতা তল্লাশি করে ২২ হাজার ৫০০ ইউএস ডলার পায়। যা বাংলাদেশি সমমানের ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব আটক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত