বেনাপোল প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৭ ২৩:৩৮

বেনাপোল সীমান্তে ২ নারীসহ ১০ জন আটক

বেনাপোল দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ অক্টোবর ) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মঞ্জুরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি বেশ কিছু নারী পুরুষ পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে  প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ জন পুরুষ ও ২ জন নারী কে আটক করা হয়।

এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারের শিকার নারী পুরুষদের কাছে পাচারকারীদের নাম ও মোবাইল নাম্বার সংবলিত কিছু টোকেন পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ১০ নারী পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে । মঙ্গলবার দুপুরে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হবে বলে জানান অপূর্ব হাসান।

আপনার মন্তব্য

আলোচিত