সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:০৫

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা: নিহত ৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডিসিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ত্রিবরদী এলাকায় একটি লরি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আরও পাঁচজন মারা যান।

চারজনের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকি পাঁচজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আর এতেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান,  ৫ জনের লাশ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে। আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য

আলোচিত