সিলেটটুডে ডেস্ক

০৩ জুন, ২০২০ ১১:০১

করোনায় প্রাণ গেল রাজস্ব কর্মকর্তার

'করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত এক রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন মজুমদার নামের এই কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। তিনি সুপারিন্টেনডেন্ট পদে কর্মরত ছিলেন।

মংগলবার (২ মে) রাত ২টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জসিম উদ্দিন মজুমদার প্রথম রাজস্ব কর্মকর্তা। তার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, আমরা বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) পক্ষ থেকে করোনা যুদ্ধে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের প্রথম শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।

আপনার মন্তব্য

আলোচিত