সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০২০ ১২:৪৩

ঢামেকের আইসিইউ প্রধান করোনায় আক্রান্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে করোনা রোগীদের চিকিৎসার জন্য সরাসরি উপস্থিত থেকে এবং পরামর্শ দিয়ে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ডা. মোজাফফর হোসেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এবার তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ জুন) সকালে তিনি নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে বাসায় আছেন এবং সুস্থ আছেন। কোনো ধরনের শারীরিক জটিলতা এখনো নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে তুলতে শেষ ভরসা ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। এ বিভাগের চিকিৎসকরা করোনা আক্রান্তসহ সব ধরনের মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। কখনো সফল হন কখনো ব্যর্থ হন। কিন্তু প্রচেষ্টার কমতি থাকে না।

আপনার মন্তব্য

আলোচিত