
২০ জুন, ২০২০ ১২:৫৫
হবিগঞ্জে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের আক্রান্তের বিষয়টি জানানো হয়।
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, হবিগঞ্জ জেলায় আরও ১১ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, মাধবপুর ৫ জন, বাহুবল ২ জন, নবীগঞ্জে একজন এবং চুনারুঘাটে একজন।
এ নিয়ে জেলায় মোট ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৫৮ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন চারজন ।
আপনার মন্তব্য