নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২০ ২২:২৬

সিলেটের দুই ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেটের দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন।

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা।

আপনার মন্তব্য

আলোচিত