নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২০ ০০:১৩

সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে বুধবার (৩০ সেপ্টেম্বর) ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিবদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে শনাক্ত হওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এদের এজন নগরী, একজন দক্ষিণ সুরমা উপজেলা ও অপরজন গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন




এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে বুধবার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সিলেটের ২ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত