আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২০ ১০:৪০

বিশ্বে তিন কোটি ৭৪ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৭৫১। এর মধ্যে ১০ লাখ ৭৭ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৮১ লাখ ১৫ হাজার ৮৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫। মৃত্যু হয়েছে দুই লাখ ১৯ হাজার ২৮২ জনের।

বিজ্ঞাপন

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬। এর মধ্যে এক লাখ আট হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৯১ হাজার ৮৪০। এর মধ্যে এক লাখ ৫০ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। বর্তমানে চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৫৭। এরমধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত