সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২১ ০০:১০

বাড়ছে সংক্রমণ, কমছে টিকা গ্রহণ

দেশে করোনার সংক্রমণ বাড়লেও টিকাগ্রহণে আগ্রহীর সংখ্যা কমছে। রোববারও দেশে তিনহাজারের বেশি লোকের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে গণটিকা দেয়া শুরুর ৪৪তম দিনে টিকা নিয়েছেন ৫৮ লাখের বেশি মানুষ। এদিকে, টিকা পেতে নিবন্ধন করেছেন ৬৬ লাখের বেশি মানুষ।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। সব মিলিয়ে টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন।

এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন। এ ছাড়া ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা নেন আরও ৫৬৭ জন।

রাজধানীতে ৪৩টি এবং রাজধানীর বাইরে ৯৫৫টি স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

গত এক দিনে জেলাভিত্তিক সবচেয়ে বেশি টিকা দেয়া হয় ঢাকায়, ৬ হাজার ৮৩৭ জনকে। সবচেয়ে কম বান্দরবানে, ১১৪ জনকে।

ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৬ হাজার ২৩ জন। তাদের মধ্যে রাজধানীর একজনের শরীরেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগে টিকা দেয়া হয়েছে ৭ হাজার ৫৮৬ জনকে। কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ৯৬৭ জন। এই বিভাগেও কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৭ জনের মধ্যে কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

বরিশালে টিকা দেয়া হয়েছে ১ হাজার ১৯০ জনকে। এই বিভাগেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। সিলেট বিভাগে ৪ হাজার ১৩০ জন টিকাগ্রহীতার মধ্যে কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

রংপুরে ৭ হাজার ৭৪২ জনকে টিকা দেয়া হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয়েছে চার হাজার ৭২৪ জনকে। এর মধ্যে ১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মন্তব্য

আলোচিত