আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২১ ১৪:১৯

ভারতে ২৪ ঘণ্টায় ৭২ হাজার করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতের মহামারী পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। একদিনে দেশটিতে ৭২ হাজারের বেশি শনাক্ত হয়েছে যা পাঁচ মাস পর সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন।

আনন্দবাজার জানায়, গত বছরের ১১ অক্টোবরের পর থেকে একদিনে এত সংখ্যক সংক্রমণ হয়নি।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এই সংক্রমণের অধিকাংশই ৯-১০টি রাজ্যে।

বর্তমানে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৪৪ জন।

চলতি বছরের শুরুতে ভারতে দৈনিক মৃত্যু কমে হয়েছিল একশ’র আশপাশে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দৈনিক মৃত্যুও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের যা গত বছরের ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ। এর মধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই মারা গেছেন ২২৭ জন। করোনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের।

আপনার মন্তব্য

আলোচিত