সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০২১ ১৮:২১

১৪ মৃত্যুর দিনে শনাক্ত ৪৮১

করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও ৪৮১ জনের দেহে।

রোববার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ নিয়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮৮ জনের।

২৪ ঘণ্টায় দেশের ৮২১টি ল্যাবে করোনার ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ নিয়ে টানা ২০ দিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ৬৯৯ জন। এ পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৮৩ হাজার ৮৩৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ১১ জন। এর মধ্যে একজন শিশু রয়েছে। এ ছাড়া বিশোর্ধ্ব ১, চল্লিশোর্ধ্ব ১, পঞ্চাশোর্ধ্ব ৩ ষাটোর্ধ্ব ৭ ও সত্তরোর্ধ্ব ১ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে রাজশাহী বিভাগ, ২ জন। এ ছাড়া চট্টগ্রামে ১, খুলনা ১, বরিশালে ১, সিলেটে ১ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত