সিলেটটুডে ডেস্ক:

১৯ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:৩৭

শনাক্ত কমে ২ হাজারের ঘরে, মৃত্যু ১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের দেহে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

শনাক্তের এ হার গত ১০ জানুয়ারির পর সর্বনিম্ন। সেদিন করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে ছিল ১২ জানুয়ারি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত ১১ ডিসেম্বর। এরপর শনাক্ত ও শনাক্তের হার নিয়মিত বাড়তে থাকে। ২৮ জানুয়ারি শনাক্তের হার পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশে। এটা করোনার ইতিহাসে সবচেয়ে বেশি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় সেরে ওঠা রোগীর সংখ্যা ৭ হাজার ৪৭৮ জন। এ পর্যন্ত ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী। মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব, চল্লিশোর্ধ্ব ও পঞ্চাশোর্ধ্ব একজন করে মারা গেছেন। এ ছাড়া ষাটোর্ধ্ব ৪, সত্তরোর্ধ্ব ৪ ও অশীতিপর ২ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন। করোনার দ্বিতীয় ঢেউ, বিশেষ করে সীমান্ত এলাকায় রোগী বেশি ছিল; তবে তৃতীয় ঢেউয়ে ঢাকায় বেশি রোগী হয়েছে। ঢাকা বিভাগের ৬০ শতাংশের বেশি রোগী শনাক্ত হয়েছে এক দিনে।

গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৭৬০টি। এর বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।

আপনার মন্তব্য

আলোচিত