নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২০ ১৩:৩৫

নগরীতে জ্বর-সর্দি-কাশি নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত নন

ফাইল ছবি

সিলেট নগরীতে জ্বর-সর্দি-কাশির মতো করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা সেই ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সিলেটে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত স্থান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সিলেটে জ্বর-সর্দি-কাশি নিয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছিলো তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

হাসপাতাল সূত্রে যানা যায়, জ্বর-সর্দি-কাশি নিয়ে বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট নগরীর বাসিন্দা এক পুরুষ। তার কথা শুনে ওসমানীর চিকিৎসকরা তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেফার করেন। তাকে শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত