নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২০ ১৪:৪৩

একদিনে নতুন মৃত্যু ১৫, নতুন শনাক্ত ২৬৬

গত ২৪ ঘণ্টায় দেশে ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৩৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান গত ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের নমুনায় করেনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যারা লিফট ব্যবহার করেন, লিফটকে যথাযথভাবে স্যানিটাইজ করবেন। সাধারণ ছুটি থাকায় সবাই ঘরে অবস্থান করছেন। কিন্তু এরকম বন্দিদশায় মানসিক চাপ তৈরি হতে পারে। এ অবস্থায় টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি বেশি প্রচার হলে মানসিক চাপ কমবে আশা করি।

বিজ্ঞাপন

জাহিদ মালেক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন। আমরা করোনাভাইরাসের চিকিৎসার জন্য আরও হাসপাতালকে তৈরি করছি। নতুন আইসোলেশন সেন্টার স্থাপনের কাজ এগিয়ে চলেছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত