বেনাপোল প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২০ ১৩:৫৯

যবিপ্রবিতে আরও ১১ করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে (ল্যাবে) ৭৮টি নমুনা পরীক্ষায় আরও ১১ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে মোট ৭৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ।

তিনি বলেন, রোববার নবম দিনে যবিপ্রবি জিনোম সেন্টারের ল্যাবে খুলনা বিভাগের ৪ জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন এবং ঝিনাইদহের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইলের ২০ জনের নমুনা পরীক্ষা করে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে মাগুরার ১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

এ নিয়ে যশোরে ৩৪ জন, ঝিনাইদহে ১৪ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মাগুরা ও কুষ্টিয়ায় ৪ জন করে এবং মেহেরপুরে ২ জন করোনা রোগী শনাক্ত হলেন। যবিপ্রবিতে খুলনা বিভাগের ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত