বিয়ানীবাজার প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২০ ১৪:০২

বিয়ানীবাজারে আরও একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

সিলেটের বিয়ানীবাজারে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত টাঙ্গাইল ফেরত যুবকের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তার বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে। এ নিয়ে বিয়ানীবাজারে আক্রান্ত হলেন দুইজন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিলেটের সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন। গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা দ্রুত মেওয়া গ্রামে ছুটে গিয়ে তার বাড়ি লকডাউন করেন।

আক্রান্ত যুবক (৪৫) পৌরসভার নয়াগ্রামের বাসায় তত্ত্বাবধায়ক ছিলেন। ওই বাসায় বিয়ানীবাজারের প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়া টাঙ্গাইল ফেরত জুয়েলার্স কারিগর আকবর হোসেন ভাড়া থাকতেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ বলেন, সকালে কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানার পর আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন ও রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত