নবীগঞ্জ প্রতিনিধি

০১ মে, ২০২০ ১৯:৩০

নবীগঞ্জে নারায়গঞ্জ থেকে ফেরা ৫ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ পাওয়া গেছে। শুক্রবার তাদের করোনা শনাক্ত হয়। নবীগঞ্জে এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

জানা যায়, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা ৫ জন শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ (১ মে) পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

বিজ্ঞাপন



করোনা আক্রান্তরা নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩ জন, জগন্নাথপুর গ্রামের ১ জন, করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১ জন। তারা নারায়নগঞ্জে বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ২৬ এপ্রিল রাতে নবীগঞ্জে আসেন। পরে প্রশাসন তাদের আটক করে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা পরীক্ষায় পাঠায়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৪ জনের, এর মধ্যে আজ করোনা পজিটিভ এসেছে ৫ জনের। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত