বানিয়াচং প্রতিনিধি

০১ মে, ২০২০ ২০:০৯

বানিয়াচংয়ে ব্যাংক ব্যবস্থাপক করোনা আক্রান্ত

বানিয়াচং সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপকের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে এই শাখার অন্য ৮ জন কর্মকর্তার করোনা এসেছে নেগেটিভ। শুক্রবার (১মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহপরাণ। গত ২৭ তারিখ তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার তার করোনা রিপোর্টের ফলাফল পজিটিভ আসে।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, আক্রান্ত ব্যক্তি চুনারুঘাটে বসবাস করতেন। চাকরির সুবাদে সোনালী ব্যাংক বানিয়াচং শাখায় কর্মরত ছিলেন। তার অনুপস্থিতিতে অন্য আরেক জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সীমিত আকারে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম।

অন্যদিকে বানিয়াচং উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ মোট ২৯ জনের করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহপরাণ।

আপনার মন্তব্য

আলোচিত