নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২০ ১৪:৪০

মৃত আরও ৫ জন, নতুন আক্রান্ত ৫৫২

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৫২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮ হাজার ৭৯০ জন।

এছাড়া এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭৫ জন।

বিজ্ঞাপন

এছাড়া সুস্থ হয়েছেন ৩ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১৭৭ জন।

শনিবার (২ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭৫ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ৭৯০। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

 

সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছ ৭৬ হাজার ৬৬ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। সব মিলিয়ে সুস্থ ১৭৭ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

 

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

আপনার মন্তব্য

আলোচিত