সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৮ ১৭:৫৬

বিএনপি নয়, ড. কামালের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়ে তার বক্তব্যে বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তিনি বলেছেন, আমি বিএনপি নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি।

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ঢাকা ও আশপাশের জেলার সাবেক এমপি এবং জনপ্রতিনিধিরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি বিএনপি নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারদের পদে পদে বিপদে ফেলা হয়েছে। আপনাদের সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এছাড়া বিএনপি নেতাদের ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনও চোখে পড়ার মতো।

খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সময়ে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ও ইভিএম বাতিলসহ ৭ দফা দাবিতে এই জনসভা থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করার কথা রয়েছে সরকারবিরোধী এই জোটের।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথির বক্তব্য দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সমাবেশে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত