সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৮ ১২:৩৬

যারা থাকছেন রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তার পদে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়োগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকারের জেলা কালেক্টরেট অফিসের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), থানা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ),  অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) অন্যান্য সরকারি কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত