সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৮ ১৮:৫০

কাউকে জনসভার অনুমতি না দেওয়ার নির্দেশ ইসির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে কোনো সভা-সমাবেশ বা জনসভা করার অনুমতি না দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট জনসভা করেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর কেউ কোনো সভা-সমাবেশ বা জনসভা করতে না পারে- সেই নির্দেশনা আইন-শৃঙ্খলা বাহনীকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে ভোট তো উৎসব। কেউ যেন আচরণ-বিধি লঙ্ঘন না করে, সেটা নজরদারি করতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে, তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং ব্যবস্থা নেবেন।

ইসি সচিব বলেন, সব দলের নেতা-কর্মীরা যেন আচরণ-বিধি মেনে চলেন, সে জন্য মনোনয়নপত্র কেনার সময় আমরা আচরণ বিধি তুলে দেবো।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৯ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ২২ নভেম্বর পর্যন্ত যাচাই-বাছাই, ২৯ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ, এবং ২৩ ডিসেম্বর নির্বাচন।

আপনার মন্তব্য

আলোচিত