সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৮ ২০:১৪

তফসিল বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের

নির্বাচন কমিশনের ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বর্তমান তফসিল বাতিল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে পুনঃতফসিল ঘোষণা করা না হলে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচির হুমকি দিয়েছে এ জোট।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এ হুমকি দেন।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্যান্যরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনের জন্য সরকারের ছক অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এই একতরফা তফসিল জনগণ বরদাশত করবে না।

বাম জোটের নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন জনগণ বরদাশত করবে না। এ ধরনের কোনো অপচেষ্টা জনগণ ভণ্ডুল করে দেবে।

আপনার মন্তব্য

আলোচিত