নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪ ২২:০৩

মান্নানের বড় জয়, জামানত হারাচ্ছেন শাহীনূর পাশা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।  টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

মান্নান মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৫ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি।

প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তা হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এই হিসেবে শাহীনূর পাশা জামানত হারাতে যাচ্ছেন।

 এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি এম. এ মান্নান (নৌকা), তৃণমূল বিএনপি’র মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঁঠাল)।

সুনামগঞ্জ—৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে ভোটার ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত