নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৪ ২২:৪৪

এমপি হয়েও জামানত হারালেন মোকাব্বির

জামানাত হারিয়েছেন সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে মোকাব্বির খান মাত্র ১ হাজার ৯২২ ভোট পেয়েছেন।

জামানত হারিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী (লাঙল)। জাতীয় পার্টির এই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৭৪ ভোট।

অবশ্যই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রোববারই মোকাব্বির ও ইয়াহইয়া ভোট বর্জন করেন। আর সোমবার সংবাদ সম্মেলন করে পুণঃভোটের দাবি জানান।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির খান। তবে এবার উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত খুইয়েছেন আলোচিত এই প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারিয়েছেন ৫ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনি আইন অনুযায়ী- সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।

জামানত হারিয়েছেন মোকাব্বির খান, তৃণমূল বিএনপির আব্দুল মল্লিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন।

আপনার মন্তব্য

আলোচিত