সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৪ ০২:২৮

শপথ নেবে জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলের সংসদ সদস্যদের শপথ নেওয়ার ব্যাপারে এক দিনে দুই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। কয়েক ঘণ্টা আগে জানানো সিদ্ধান্ত থেকে সরে এসে বুধবার (১০ জানুয়ারি) শপথ নেওয়ার কথা জানিয়েছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলের এমপিরা বুধবার শপথ নেবেন না। এজন্য সময় চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈঠক করে শপথ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ হবে বুধবার। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ‘জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ নেবেন। পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত