সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪ ১৪:৩৪

কে হচ্ছেন অর্থমন্ত্রী?

এম সাইফুর রহমান, শাহ এএমএস কিবরিয়া, আবুল মাল আবদুল মুহিত; এরশাদ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন সামলেছেন দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। সিলেটের এই বরেণ্য অর্থনীতিবিদেরা সফলও ছিলেন নিজেদের দায়িত্বকালে।

আবুল মাল মুহিত রাজনীতি থেকে অবসরে যাওয়ার পর দেশের অর্থ মন্ত্রণালয়য়ের দায়িত্ব নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার আমলে দেশের অর্থনৈতিক অবস্থা প্রশ্নের মুখে। অর্থনৈতিক সংকটে দেশ।

নতুন সরকারে জায়গা হচ্ছেন মুস্তফা কামালের। আজ যে ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন অর্থনীতি নিয়ে কাজ করার খুব বেশি অভিজ্ঞতাও নেই কারও। ফলে আলোচনা চলছে নতুন সরকারের অর্থমন্ত্রী কে হবেন।

যদিও এ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, দেশের অর্থনীতির কঠিন সংকটে মুস্তফা কামালের জায়গায় হাল ধরতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় মাহমুদ আলীকে আবারও পররাষ্ট্রে ফেরানোর আলোচনা থাকলেও সরকারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে সবাইকে অবাক করে অর্থনীতির সাবেক এই শিক্ষককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ আলী। কেবল পররাষ্ট্র নয় এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স (১৯৬২) এবং এমএ (১৯৬৩) ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ে (১৯৬৪-৬৬) অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেন।

সরকারের হয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সাল থেকে টানা ৪ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত