নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০১৬ ০০:১৭

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে। ২৬ মার্চ ২০১৬ রাত ১২ টা পর গুগল ডুডলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে নতুন ডুডল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে সবুজ এবং লাল রঙের একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু যমুনা সেতুর একটি লোগো। তার দুপাশে সাদা রঙে লিখা আছে গুগল। ডুডলের উপর মাউস কার্সর নিলে সেখানে প্রদর্শিত হচ্ছে 'Bangladesh Independence Day' 

২৬শে মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল'-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷

ডুডলটি দেখার পর অনেকেই ব্লগ, ফেসবুক ও টুইটারের মাধ্যমে গুগলকে ধন্যবাদ জানিয়েছেন৷ কেউ কেউ তার প্রোফাইলে ডুডলটি ব্যবহার করেছেন৷ অনেকে আবার ডুডলটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করেছেন৷

আপনার মন্তব্য

আলোচিত