স্যোশালমিডিয়া ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৬ ১৯:৪৪

জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত, দাবি জয়ের

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় বলেছেন, 'আমরা বাঙালিরা ১৯৭১ সাল থেকে জানি যে, জামায়াত-ই-ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। এখন আবারও এটি ইসলামিক স্টেটের তরফ থেকে সরাসরি প্রমাণ হলো। জামায়াতের সদস্যরা সক্রিয়ভাবে আইএসআইএস এ যোগ দিচ্ছে।'

শনিবার নিজ পেজ থেকে পেসবুকে দেয়া এক পোষ্টে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী পুত্র।

ফেসবুকে তিনি আরো লিখেন- 'আজ পর্যন্ত, যত জঙ্গি বাংলাদেশে গ্রেফতার হয়েছে তারা সব জামায়াতের অথবা এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সদস্য ছিলো। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিৎ।'


আইএসের সাময়িকী দাবিক-এর চতুর্দশ সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ দাবি করেন, জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কিছু কর্মী আইএসে যোগ দিয়েছেন।

উত্তরে আল-হানিফ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর অনেক নেতাকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ‘একই রকম’ ঘটনা ঘটেছে মিশর ও ইরাকে।  যারা ‘ধর্মচ্যুত’ এবং যারা ‘কাফেরদের সঙ্গে মিত্রতা’ করে, আল্লাহ এই পৃথিবীতেই তাদের শাস্তি দিয়ে থাকেন।

আপনার মন্তব্য

আলোচিত