সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৬ ০১:০৭

‘আমরা সরকারের কার কথাকে সত্য বলে বিবেচনা করবো?’

বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর কোন সক্রীয়তা আছে কিনা তা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মত দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক শওগত আলী সাগর। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইএস নেই বলে জানালেও সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের মাধ্যমে আইএসের সক্রিয়তা আছে বলে উল্লেখ করা প্রসঙ্গে সাগর লিখেছেন:

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই যখন উচ্চকণ্ঠে বলছেন- বাংলাদেশে ‘আইএসআইএস’ নাই তখন সজীব ওয়াজেদ জয় বলছেন ভিন্ন কথা। শফিক রহমানকে গ্রেফতার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফেসবুকে দেওয়া এক পোষ্টে (আগে এইসব ঘটনার ব্যাপারে সরকারি প্রেসনোট দেওয়া হতো। এখন প্রেসনোট ব্যাপারটি উঠে গেছে?) দাবি করেছেন, দেশের শীর্ষ মৌলবাদী দল সরাসরি আইএসআইএস এর সাথে যুক্ত।

জয় বলেছেন,’এটা এজন্যও যে আমাদের বিরোধীদল যারা বিশেষত সহিংস অপরাধমূলক কাজে নিমজ্জিত এবং দেশের শীর্ষ মৌলবাদী দল যারা সরাসরি আইএসআইএস এর সাথে যুক্ত তাদের সাথে জোটভুক্ত।“ অর্থাৎ, আইএসআইএস এর সাথে সরাসরি যুক্ত একটি গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় রয়েছে। প্রশ্ন হচ্ছে- আইএসআইএস এর সাথে সরাসরি যুক্ত গোষ্ঠীটি কি আইএসআইএস নয়?

আমরা এখন কার কথাকে সত্য বলে বিবেচনা করবো?

আপনার মন্তব্য

আলোচিত