স্যোশাল মিডিয়া ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৬ ০০:২৮

শুক্রবারের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে : ফেসবুকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পাদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটি জানান তিনি।

বিদ্যুতের কারণে সাম্প্রতিক দুর্ভােগের জন্যও দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

ফেসবুকে নসরুল হামিদ লিখেন-

গত এক সপ্তাহ যাবৎ সারা বাংলাদেশের ঢাকা শহর, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিদ্যুৎ না থাকার কারণে কষ্ট করে যাচ্ছেন এজন্য আমি আন্তরিকভাবে দু:খিত।

আপনারা হয়তো জেনে থাকবেন নৌযান ও নৌ পরিবহন শ্রমিকরা গত ১ সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে ধর্মঘট করেছে। যার ফলে সারা দেশে নৌ - পথে জ্বালানী তেল সরবরাহ প্রচণ্ড আকারে বাধাগ্রস্ত হচ্ছে।

এর ফলে তেল ভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। একই সাথে তেল না পাওয়ায় ফসলি জমিতে সেচ কাজও স্থবির হয়ে পড়ছে।

এমতাবস্থায় আমি ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নৌযান মালিক ও শ্রমিকদের সাথে গতকাল বৈঠক করি। বৈঠকে শ্রমিকদের দাবী দাওয়া পূরণ করার আশ্বাস দেয় মালিকরা।

দেশ যখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করছে এবং জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ, তখনই সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী মহল। আমরা আশা করি কোন মহলই তাদের দাবী আদায়ের জন্য সাধারণ মানুষকে জিম্মি করবে না।

আমরা আশা করছি আগামী শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।

সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য

আলোচিত