সোশ্যাল মিডিয়া ডেস্ক

০১ জুন, ২০১৬ ১৪:৪৮

বিদ্বেষমূলক পোস্ট ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলবে ফেসবুক-টুইটার

যে কোনো বিদ্বেষমূলক পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং মাইক্রোসফট।

সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে।  

অনলাইনে বর্ণবাদ, সন্ত্রাস এবং বেআইনী বিষয়গুলো যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সামাজিক মাধ্যমগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য বা পোস্টের ওপর নজর রেখে সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু তাই নয় ফেসবুক ও টুইটারসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো নিজেদের কর্মীদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক মাধ্যমগুলোকে ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তরুণ সমাজকে নিজেদের কর্মকাণ্ডের প্রতি অনুপ্রাণিত করছে। এতে করে বিদ্বেষ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট নজরে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে সামাজিক মাধ্যমগুলো।

আপনার মন্তব্য

আলোচিত