সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৮ জুন, ২০১৬ ২০:০৬

বিএনপি'র পতাকা ‘চুরি করে’ লোগো বানিয়েছে জামায়াত

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী বিএনপির পতাকা চুরি করে লোগো তৈরি করেছে বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক ও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের একাডেমিক ড. শাখাওয়াৎ নয়ন।

ফেসবুকে বিএনপি ও জামায়াতের পতাকার ছবি উপস্থাপন করে তিনি লিখেছেন, জামায়াত ইসলামী তাদের লগো পরিবর্তন করেছে; জামায়াত ইসলামী তাদের দলীয় পতাকা থেকে আরবি ভাষায় 'আল্লাহ' এবং "আক্কীমুদ্দ্বীন" লেখা মুছে ফেলেছে; তারা তাদের পতাকার রঙ ও পরিবর্তন করেছে।  বেশি কষ্ট করেনি; মনে হচ্ছে--বিএনপি'র লগোকে সরাসরি নকল করেছে।

শাখাওয়াৎ নয়ন-এর ফেসবুক পোস্টের বিস্তারিত-

বিএনপি'র পতাকা চুরি
জামায়াত ইসলামী তাদের লগো পরিবর্তন করেছে; জামায়াত ইসলামী তাদের দলীয় পতাকা থেকে আরবি ভাষায় 'আল্লাহ' এবং "আক্কীমুদ্দ্বীন" লেখা মুছে ফেলেছে; তারা তাদের পতাকার রঙ ও পরিবর্তন করেছে।

বেশি কষ্ট করেনি; মনে হচ্ছে--বিএনপি'র লগোকে সরাসরি নকল করেছে।

দেখেন তো, কি এমন পার্থক্য আছে?

শুনেছি, জামায়াতে নাকি মেধায় গিজগিজ করে? ইসলামী ব্যাংকের টাকায় নাকি শত শত ব্যারিস্টার বানিয়ে ফেলেছে; তারা কই? একে একে তো মুজাহিদ, নিজামী, কামারুজ্জামান এবং কাদের মোল্লার ফাঁসি হইয়া গেল; সেই সব ব্যারিস্টাররা কই? সব ফাঁসির সময় তো দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল নিবাসী মধ্যম সারির ছাত্র সেই তাজুল উকিলকেই।

যাই হোক, এই দলে কি এমন একজন মেধাবীও নেই? যে নকল না করে একটি নিজস্ব লগো তৈরি করতে পারে?

বিঃদ্রঃ সম্ভবত: জামায়াত ইসলামী নিষিদ্ধ হতে যাচ্ছে; তাই পূর্ব প্রস্তুতি মোতাবেক এই লোগো বানালো।

আপনার মন্তব্য

আলোচিত