সোশ্যালমিডিয়া ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:০৪

এতো বড় মানুষ, তবু এতো সাদামাটা

লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সাদামাটা জীবনযাপন, তরুণদের সাথে আন্তরিক আড্ডার গল্প প্রায়ই শোনা যায়। সেরকমই এক অভিজ্ঞতার গল্প বৃহস্পতিবার ফেসবুকে জানিয়েছেন নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম কাব্য।

অধ্যাপক জাফর ইকবালের সাথে প্রানবন্ত এক আড্ডা শেষে ফেসবুকে উত্তম লিখেন-

প্রিয় জাফর ইকবাল স্যারের সাথে অনেকটা ভাল সময় কাটালাম আজ।
স্যারকে এর আগেও পেয়েছি তবে আজ উনার কাছ থেকেই উনার নিজের সর্ম্পকে অজানা অনেক কিছুই জানলাম।

এত বড় একজন মানুষ। যার চারপাশে ১০ জন পুলিশ সবসময় দাঁড়িয়ে থাকে কিন্তু তিনি এত সাধামাটা একজন মানুষ। কত সুন্দর করেই গাছতলায় আমাদের সবার সাথেই একসাথে আড্ডা দিলেন। এত সাধামাটা জীবনযাপন দেখে আমি মুগ্ধ। এর জন্যেই তো তিনি জাফর ইকবাল।

অসাধারণ একটা এক্সপিরিয়ানস। লাভ ইউ স্যার

আপনার মন্তব্য

আলোচিত