সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০২৪ ০৮:০৪

ঈদ মুবারক জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন বছরের বেশিরভাগ সময় থাকেন সৌদি আরবে। সৌদি থাকার কারণটা কারও অজানা নয়। ইউরোপের সফল ফুটবল-জার্নি সেরে এখন তিনি সৌদি ক্লাব আল নাসরে খেলছেন।

বুধবার সৌদিসহ বিশ্বের আরও অনেক দেশে পালিত হয়েছে ঈদুল ফিতর। ঈদে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ঈদ মুবারক! এই বিশেষ দিনে আপনাদের সকলের আনন্দ, শান্তি এবং সুখ কামনা করছি।'

সৌদি প্রো লিগে এখন চলছে ঈদ উপলক্ষে বিরতি। ১৮ এপ্রিল থেকে আবার শুরু হবে লিগ। ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল আল নাসর।

আপনার মন্তব্য

আলোচিত