সংবাদ বিজ্ঞপ্তি

২২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪৩

গণতন্ত্রকে সুসংগঠিত করতে নৌকাকে বিজয়ী করতে হবে: মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাবাহিকতা  গতিশীল রাখতে  নৌকা প্রতীকের বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

সিলেট সদর উপজেলার ৮নং ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত প্রত্যায়নপত্র হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজের ফাজিলচিশতস্থ বাসায় মনোনীত ৮ ইউনিয়নের প্রার্থীদের হাতে এ পত্র তুলে দেওয়া হয়।

মিসবাহ উদ্দিন সিরাজ আরও বলেন, বাংলাদেশে দলীয় প্রতীকে প্রথম স্থানীয় সরকার নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃনমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতেই সরকার সকল স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন। এর ফলে বহুদলীয় গণতন্ত্রের চর্চা দেশের প্রান্তিক জনপদে শক্তিশালী হবে।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এসব ইউনিয়নে সবকটিতেই একক প্রার্থী নির্বাচন করা হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- ১নং জালালাবাদ ইউনিয়নে আশ্রাব আলী, ২নং হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, ৪নং টুলটিকর ইউনিয়নে মো. আব্দুল মোছাব্বির, ৫নং টুকেরবাজার ইউনিয়নে মো. আলতাফ হোসেন, ৬নং মোগলগাঁও ইউনিয়নে মো. হিরণ মিয়া, ৭নং কান্দিগাঁও মো. নিজাম উদ্দিন ও ৮নং খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম।

মনোনয়ন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক এড. শামসুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার সম্পাদক এড. মাহফুজ, কবির আহমদ, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা  নূরে আলম সিরাজী, আব্দুস শহীদ, আজমল আলী, ইসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা প্রত্যায়নপত্র আজ তাদের হাতে তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত