মৌলভীবাজার সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৫:৫৪

মৌলভীবাজারে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও সমাবেশ

সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা রুখো-বাংলাদেশ জাগো এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ।

সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা রুখো-বাংলাদেশ জাগো এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে  মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ।
আজ  (শুক্রবার) সকাল সাড়ে দশটায় শহরের চৌমোহনা চত্ত্বরে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতাকর্মিসহ  বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শত মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলার সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আশু রঞ্জন দাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এড. রাধাপদ দেব সজল, প্রেসিডিয়াম সদস্য নিহির কান্ত দেব মিন্টু ,প্রেসিডিয়াম সদস্য ইপা বড়–য়া, সদর উপজেলা কমিটির সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নকুল দাশ ও কাজল দেব কানঙ্গ , এড.ভূষনজিৎ চৌধুরী মিলন, অজয় কুমার দেব, শীলা তালুকদার, অজয় কুমার ভট্টাচার্য, বিকাশ ভৌমিক প্রমুখ।
এ সময় বক্তারা মৌলভীবাজার সহ দেশব্যপী নাশকতা, সন্ত্রাস, পেট্্েরালবোমা মেরে মানূষ পোড়ানোর তীব্র নিন্দা জানান। সাধারন মানুষের জানমাল নিরাপত্তায় এসব জঙ্গি তৎপরতা কঠোর হস্থে দমনের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ধমীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে এবং সুষ্ঠ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান করার আহবান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত