নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:০৪

শেষদিনের নিরুত্তাপ হরতাল চলছে সিলেটে

 বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচির শেষদিনের হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে ঘোষিত হরতালের এ কর্মসূচি। তবে হরতালের শেষ দিনেও সিলেটের রাজপথে জোটের কোন নেতাকর্মীদের দেখা যায়নি। 

ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজি অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন পয়েন্টে দোকানপাট খুলতে দেখায় যায় লক্ষণীয় ভাবে।

এদিকে সবধরণের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

এরপর মঙ্গলবার দুপুরে ৭২ ঘণ্টার হরতালের সময় বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত