ক্রীড়া প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:৩১

ধারাভাষ্যে রমিজ রাজাকে চাননা টাইগার সমর্থকেরা, ফেসবুকে হ্যাশট্যাগ

ধারাভাষ্য দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তীর্যক মন্তব্য করায় পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাকে বাংলাদেশের কোন খেলায় যাতে ধারাভাষ্যকার হিসেবে নিয়োগ দেয়া না হয় সেজন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী ।

ধারাভাষ্য দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তীর্যক মন্তব্য করায় পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাকে বাংলাদেশের কোন খেলায় যাতে ধারাভাষ্যকার হিসেবে নিয়োগ দেয়া না হয় সেজন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী ।
ফেসবুকে  Hello ICC, ‪#‎BanRameezRaja‬ from commentary box during Bangladesh ‪#‎cricket‬ match on ‪#‎CWC15‬. He hurts ‪#‎Bangladesh‬ with ‪#‎hatespeech‬.   লিখে টাইগার সমর্থকেরা আইসিসির দৃষ্টি আকর্ষন করে দাবি রেখেছেন রমিজ রাজাকে বাংলাদেশে ম্যাচে ধারাভাষ্য বক্সে নিষিদ্ধের ।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে ধারাভাষ্যে ছিলেন পাকিস্তান দলের সাবেক এই খেলোয়াড় । তার করা সমালোচনার জবাবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ওপার বাংলার 'দাদা' বলে খ্যাত সৌরভ গাঙ্গুলী ।

এই নিয়ে সিলেটটুডে২৪ডটকম-এ  ধারাভাষ্য বক্সে বাংলাদেশের হয়ে লড়লেন সৌরভ শিরোনামে  প্রকাশিত হয় । খবরটি পাঠকদের কাছে ব্যাপক আলোড়ন তৈরি করে । সৌরভকে ধন্যবাদ জানিয়ে এই নিউজের কমেন্টেই অনেকে রমিজ রাজার সমালোচনা করেন যার সূত্র ধরে বিভিন্ন সাইটে কলামও লিখেন ক্ষুব্ধ টাইগার সমর্থকেরা।  এবার হ্যাশ ট্যাগের মাধ্যমেই প্রতিবাদ জানালেন তারা ।

বৃহস্পতিবার এই নিয়ে প্রতিবাদ জানাতে ফেসবুকে এক ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্ট আহ্বানকারী এনায়েত শাওন বলেন, “ইতোপুর্বে ভারতীয় সাবেক ক্রিকেটার নভোজ্যত সিং সিধু তার ধারাভাষ্যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছিলেন। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। শাস্তিস্বরূপ তাকে ইএসপিএন ধারাভাষ্য প্যানেল থেকে অপসারণ করা হয়েছিল। আইসিসি’র বর্তমান সভাপতি একজন বাংলাদেশি, জনাব লোটাস কামাল।
উদ্ধ্যত এই ধারাভাষ্যকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা কানঢাকা পাকিস্তানি রমিজ রাজাকে বাংলাদেশের কোনো ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখতে চাই না।”
আরও একজন সেখানে পোস্ট করেছেন, “পথে, ঘাটে, মাঠে, অনলাইনে.. যেইখানে রমিজ রাজারে পাবেন, সবাই দৌড়ানি দিবেন”

 

আপনার মন্তব্য

আলোচিত