সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৫ ১১:০৪

জাতিসংঘ মহাসচিবের কাছে মাসুদ বিন মোমেনের পরিচয়পত্র পেশ

জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

তিনি আগের স্থায়ী প্রতিনিধি ড. মোমেনের স্থলাভিষিক্ত হলেন।

মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের চতুর্দশ স্থায়ী প্রতিনিধি। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার সকালে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন বলে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়।

মহাসচিব এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের’ মত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও বাংলাদেশ সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন।

আগামী বছর ‘ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান সামি ‘ আয়োজনের উদ্যোগ নেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

শান্তিরক্ষাসহ টেকসই উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকারের কথাও তিনি বান কি-মুনের কাছে তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-টিক, মাসুদ বিন মোমেনের স্ত্রী ফাহমিদা জেবিন, জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোশ্লাভ জেনকা ও বাংলাদেশ মিশনের উপ স্থায়ী প্রতিনিধি সাদিয়া ফয়জুননেসা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত