নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০১৬ ১৪:৩০

আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস

অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর ৬৯তম প্রয়াণ দিবস আজ  ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিলি্লর এক প্রার্থনা সভায় যোগ দিতে যাওয়ার পথে উগ্রপন্থি নাথুরাম গডসের হিংসার অনলে প্রাণ বিসর্জন দেন মহাত্মা গান্ধী।

১৮৬৯ সাল ২ অক্টোবর ভারত-এর গুজরাটের পোরবন্দর-এ গান্ধী-র জন্ম। তাঁর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। পিতা কাবা গান্ধী এবং মাতা পুতুলি বাঈ। তরুণ বয়সেই মোহনদাস করমচাঁদ গান্ধী সেই সময়কার আর্থ-সামাজিক-বৈষম্য-নীতি-র শিকার সাধারণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর অহিংসবাদ নীতির প্রচারে নামেন। নিজেই কৃচ্ছ্বতার মধ্য দিয়ে জনসাধারণকে নিয়ে আন্দোলনের কাজ শুরু করেন।

অচিরেই তাঁর অহিংসবাদ আন্দোলন বিশ্বে এক অবিস্মরণীয় নীতি-র জন্ম দিয়ে তাঁকে তাঁর বিরলপ্রজ কর্মযোগের জন্যই মহাত্মা গান্ধী হিসেবে চিরনমস্য ব্যক্তিত্বে অধিষ্ঠিত করে। তাঁর সুমহান কর্মযোগ সে সময়ের উঁচু-নীচু সর্বস্তরের গণমানুষের হৃদয়জয়ী সঞ্জীবনী শক্তি হয়েই প্রণোদনা যুগিয়েছে বৃটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ-এর সকল সহিংসতার বিরুদ্ধে।

সহিংসতার বিরুদ্ধে গোটা বাংলা চষে বেরিয়েছেন নগ্নপদে খালিগায়ে কেবলমাত্র স্বহস্তে বোনা চরকায় মোটা খদ্দরের ধুতি জড়িয়ে তাঁর অহিংসবাদ-এর মাধ্যমে 'যুদ্ধ নয় শান্তি' প্রতিষ্ঠার জন্য। 



আপনার মন্তব্য

আলোচিত