লন্ডন প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০১৬ ১৭:১৪

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে এমিনেস্টিতে স্মারকলিপি প্রদান

লোকনাথ ভক্তি পরিষদ ইউকের পক্ষ থেকে এমিনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও মালদ্বীপ এর প্রধান অলাপ বলামাস্ট্রিকের কাছে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়।

ঘটনার বর্ণনা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শুক্রবার (১১ নভেম্বর)  বাংলাদেশে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ সরকারের সাথে হিন্দুদের দাবি দাওয়া, ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু নির্যাতনের ব্যাপারে সরকারের অবস্থান কি, এ ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিয়েছে তা পর্যবেক্ষণ করবেন।

প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর হিন্দু নেতৃবৃন্দ বলেছেন আমাদের একটাই দাবি সরকার স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের সুরক্ষা করার জন্য। জবাবে তিনি বলেছেন, সরকারের কাছে হিন্দুদের দাবি-দাওয়া তুলে ধরবেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুরঞ্জিত গুপ্ত, সেক্রেটারি অজিত দাস, সহ-সভাপতি সুরঞ্জিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ গুপ্ত ও এমিনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তাগণ।

আপনার মন্তব্য

আলোচিত