সিলেটটুডে ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৯

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় র‍্যালি, মানববন্ধন

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও সাঁওতালদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাউথ অস্ট্রেলিয়ায় র‍্যালি এবং মানববন্ধন করেছে 'বাংলাদেশ পূজা এন্ড কালচারাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (বিপিসিএসএসএ)'।

রোববার (১১ ডিসেম্বর) সাউথ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সামনে এবং ভিক্টোরিয়া স্কোয়ারে এই র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিপিসিএসএসএ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রণজিৎ কুমার দাস এবং বর্তমান প্রেসিডেন্ট ড. তৃপ্তি কণা দে। এছাড়াও বক্তব্য রাখেন প্রণব বিশ্বাস এবং তাপস রায় চৌধুরী।

প্রতিবাদ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে যারা দেশের শান্তি-সম্প্রীতি প্রতিনিয়ত নষ্ট করছে, তাদের প্রতি তীব্র নিন্দা জানানো হয় এবং বাংলাদেশ সরকারের কাছে এসব সাম্প্রদায়িক হামলা বন্ধের ও দায়ীদের শাস্তির আবেদন জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত